সেদিন হল যখন হাতেখড়ি সবে
সুহাসিনী ভেবেছিল সুভাষিণী হবে
মাতৃভাষায় জ্ঞানার্জন হলে সম্পন্ন
দেশের কাজ করবে দিয়ে প্রাণ মন।
ইতিমধ্যে জমেছে মেঘ গগনে কালো
সুহাসিনী ভেবেছিল সুভাষিণী হবে
মাতৃভাষায় জ্ঞানার্জন হলে সম্পন্ন
দেশের কাজ করবে দিয়ে প্রাণ মন।
ইতিমধ্যে জমেছে মেঘ গগনে কালো
মাতৃভাষা আর লাগছে না কারো ভাল
বিদ্যুতের ন্যায় চমক দিয়ে সমাজে
ধমক দেয় বিদেশী ভাষা বলে যে।
হায়রে সুহাসিনীর ব্যর্থ হল শিক্ষা
দোরে দোরে সে তাই করে এখন ভিক্ষা
টাকাকড়ির জন্য নয় ন্যায়ের তরে
ফেরত পাক সম্মান মাতৃভাষা ঘরে।
ধীরে ধীরে হলেও সে জানল এ কথা
রাজনৈতিক ইচ্ছা ছাড়া চেষ্টাই বৃথা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন