লিখেছেন : মোহাম্মদ রিয়াদুজ্জামান রিয়াদ
যুদ্ধের ময়দান থেকে পালাতে নেই
কিন্তু মাঝে মাঝে পিছু হাটতে হয়|
আমাদের কাছে বোমা নেই
আমাদের কাছে রকেট নেই
আমাদের কাছে বুলেট নেই
আমাদের কাছে রাইফেল নেই
আমাদের কাছে তরবারি নেই |
আমাদের রক্ত আছে
আমাদের অশ্রু আছে
আমাদের বিশ্বাস আছে
আমাদের ভালবাসা আছে|
আমরা শান্ত হয়ে থাকতে পারি
আমরা বীরের মত মরতে পারি
আমাদের শক্তি,সূর্যের চেয়েও বেশি!
আফসোস!
তবুও আমরা দাসত্ব করে চলেছি
বছরের পর বছর,শতাব্দির পর শতাব্দি!
১৩.০৮.২০১৪ ঈসায়ী
আমাদের কাছে রকেট নেই
আমাদের কাছে বুলেট নেই
আমাদের কাছে রাইফেল নেই
আমাদের কাছে তরবারি নেই |
আমাদের রক্ত আছে
আমাদের অশ্রু আছে
আমাদের বিশ্বাস আছে
আমাদের ভালবাসা আছে|
আমরা শান্ত হয়ে থাকতে পারি
আমরা বীরের মত মরতে পারি
আমাদের শক্তি,সূর্যের চেয়েও বেশি!
আফসোস!
তবুও আমরা দাসত্ব করে চলেছি
বছরের পর বছর,শতাব্দির পর শতাব্দি!
১৩.০৮.২০১৪ ঈসায়ী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন