লিখেছেন : আঁরো কবিরাজ
হয়তো খবর পেয়েছিস
চৌরাসীয়া’র অনুকরণে রাত গভীরের টুকিটাকি থেমে গেছে
তারাগুলোকে সরানোর দু:সাহস হারিয়ে গেছে
প্রকৃতি বিশ্রামের শেষ অধ্যায়ের গণিকার কাঁথা
পাঞ্ছা লড়তে লড়তে ল্যামপোষ্টও ক্লান্ত, বাকিরাও।
শেষ হতে চলেছে অযুথ ভ্রুণের যাত্রা ও প্রস্থান
অধিকাংশই হিসাবশূন্য লাভের ভান ধরে ঠিকে আছে
তাদের মতো হতে পারি নি,
অনেকের মতে অবিশুদ্ধ যন্ত্রণা পুষে নিজের জের বড় করেছি
হতেও পারে,
সবার মতো ভাবলে আমারও বাগান থাকতো, প্রজাপতি, মুধুও।
যান্ত্রিক কোলাহল শেষে মিথ্যা ঘুমের ভান করতে হতো
মান্যবর, আমার প্রেমময়ী আমি সাজতে পারি নি
ধুলো হয়ে জেগেছি, রাত আর দিনে
তাই সংক্ষেপে পড়ে ছিলাম,
কারো উপসংহারের শব্দ খোঁজার রাতে
হয়তো খবর পেয়েছিস
চৌরাসীয়া’র অনুকরণে রাত গভীরের টুকিটাকি থেমে গেছে
তারাগুলোকে সরানোর দু:সাহস হারিয়ে গেছে
প্রকৃতি বিশ্রামের শেষ অধ্যায়ের গণিকার কাঁথা
পাঞ্ছা লড়তে লড়তে ল্যামপোষ্টও ক্লান্ত, বাকিরাও।
শেষ হতে চলেছে অযুথ ভ্রুণের যাত্রা ও প্রস্থান
অধিকাংশই হিসাবশূন্য লাভের ভান ধরে ঠিকে আছে
তাদের মতো হতে পারি নি,
অনেকের মতে অবিশুদ্ধ যন্ত্রণা পুষে নিজের জের বড় করেছি
হতেও পারে,
সবার মতো ভাবলে আমারও বাগান থাকতো, প্রজাপতি, মুধুও।
যান্ত্রিক কোলাহল শেষে মিথ্যা ঘুমের ভান করতে হতো
মান্যবর, আমার প্রেমময়ী আমি সাজতে পারি নি
ধুলো হয়ে জেগেছি, রাত আর দিনে
তাই সংক্ষেপে পড়ে ছিলাম,
কারো উপসংহারের শব্দ খোঁজার রাতে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন