শুক্রবার, মার্চ ১৪, ২০১৪

এ নয় সবার কর্ম

এ নয় সবার কর্ম
....অরুণ কারফা

সখী যে আগুন ছড়াচ্ছে পলাশ
বনে বাদাড়ে প্রান্তরে প্রান্তরে
ধীরে সুস্থে তা প্রবেশ করছে
প্রেমিক প্রেমিকার অন্তরে।

যে আগুনের উত্তাপ নেই
সৌন্দর্যই আছে সর্বস্তরে
দাউ দাউ করে তাই না জ্বালায়
কত জনারই ঘরে ঘরে।

কিছু কিছু তার হলেও ছারখার
বেশ কিছুরই হয় পুনর্জন্ম
একটা কথা পরিস্কার যে

ভালবাসা নয় সবার কর্ম। 

কোন মন্তব্য নেই: