শনিবার, মার্চ ১৫, ২০১৪

~ মন ফাগুনে ~



শীতের শেষে
আড়মোড়া ভেঙ্গে
বসন্ত জাগ্রত দুয়ারে !
ফাগুনের রঙ্গে
রক্তিম পলাশ
কুহু ধ্বনি
কুঞ্জে কুঞ্জে !
দোলের পরশ
লাগুক প্রানে - মনে !
রাঙিয়ে দাও মন ফাগুনে -১৫.০৩.২০১৪


সকল কে জানাই দোল উত্সবের শুভেচ্ছা,ভালো থাকুন-ভালো রাখুন !

কোন মন্তব্য নেই: