শুক্রবার, মার্চ ২৮, ২০১৪

~ আরণ্যক ও অনন্যা ~


আমি আদিম
অনন্ত প্রহরী
বিনিদ্র যুগান্তর 
উন্মুক্ত প্রান্তর
আমার সাম্রাজ্য
আমি আরণ্যক !
তুমি কোমল
স্নেহময়ী প্রকৃতি
স্নিগ্ধ মমতাময়ী
কলঙ্কিনী রাধা
অভাগিনী দ্রৌপদী
তুমি অনন্যা !-২৮.০৩.২০১৩

কোন মন্তব্য নেই: