বৃহস্পতিবার, জানুয়ারী ০৯, ২০১৪

ডেথ সার্টিফিকেট

লিখেছেন : আঁরো কবিরাজ
কথাটা ডাক্তার সহজ করেই বলেছে আগে
শুধু একটা ছাড়পত্র লিখা বাকি ছিলো
নামটা সুন্দর ভাবেই লিখেছে
বয়সের ঘরটা'তে ''তিন'' কালো কালিতে মুহূর্তেই লিখে ফেললো।
ভেতরের পরিবর্তনটা চোখে এসে দম নিলো।

পুকুরে ডুবেছে, জন্মধাত্রী কোলছাড়া করে না কখনোই।
হিসেবে ফাকিঁ ছিলো বলে, বুঝতে পারে নি
ঘরের সামনের পুকুরে, সলিল যক্ষ প্রাণশ্বাসে চুমু বসিয়েছে
যে ঠোঁটে জননী তার আদর লিপে দিতো
শরীরের পরতে পরতে।

স্রষ্টার কাছে মা' কোন জাতের জানি না
তবে জায়নামাযের মতো হাসপাতালের ফ্লোরে পড়েছিলো
দেবতার কাছে মানতের ফের রাখে নি
ইট, পাথরের ঘর ভেঙ্গে আকুতি প্রাণদেবতার কানে 
ঠেকে নি।

নিথর দেড় ফুটের শরীরে চেপে
জন্মদাতা শুধু ডাকতে লাগলো বাবা, বাবা
শব্দ শুনে, দূর থেকে মনে হলো
 ওবোধ হয় হেসে উঠলো
কিন্তু সার্টিফিকেটে লিখা হলো '' ক্লিনিক্যালি ড্যাড''

কোন মন্তব্য নেই: