লিখেছেন : সৈয়দ সীমান্ত
- "মাগো, আমার ধর্ম কি ?"
মায়ের জবাব,
- "ইসলাম"
- "মাগো, তোমার ধর্ম কি ?"
মায়ের জবাব,
- "ইসলাম"
- "আর আমার বাবার ধর্ম ?"
মায়ের জবাব,
- "ইসলাম"
বাহ, কত সুন্দর !!
আমার পরিবারের সবাই ইসলাম ।
কিন্তু কেউই মানুষ না ।
মায়ের জবাব,
- "ইসলাম"
- "মাগো, তোমার ধর্ম কি ?"
মায়ের জবাব,
- "ইসলাম"
- "আর আমার বাবার ধর্ম ?"
মায়ের জবাব,
- "ইসলাম"
বাহ, কত সুন্দর !!
আমার পরিবারের সবাই ইসলাম ।
কিন্তু কেউই মানুষ না ।
ধর্ম এক জিনিস আর মানুষও আরেক জিনিস ।
এদুটোকে কখনো এক হতে দেখিনি ।
তবে ধর্মের অজুহাতে মানুষ থেকে জানোয়ার হতেই বেশি দেখেছি ।
পৃথিবীর কোন ধর্মকেই আমি ছোট করে দেখিনি ।
কারণ,
এতে হয়তো আমার ধর্মটাও ছোট হয়ে যেতে পারে ।
আজ যদি অন্য কোন ধর্মকে গালি দেই,
তবে কাল সে-ধর্ম যে আমার ধর্মকে গালি দিবে না -- এ কথারই বা ভিত্তি কী ?
বাঁচতে হলে মানুষ হয়ে বাঁচতে হয়,
কোন শাস্ত্র হয়ে নয় ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন