বুধবার, ডিসেম্বর ০৪, ২০১৩

মতৈক্যে থাকা অটুট বন্ধন .....অরুণ কারফা

মতৈক্যে থাকা অটুট বন্ধন
...............অরুণ কারফা

মতৈক্যে থাকা অটুট বন্ধন
মতানৈক্যেও যেন থাকে তেমন
মতি যেন সদা একই রকম থাকে,
হাসিমুখে থেক কর’না রোদন 
বিপদ আপদে চোরাগোপ্তা বাঁকে।

সুখের সময়ে পাবই তোমায়
যেমন আরও পাঁচজনকে পাওয়া যায়
এ নিয়ে নেই কোন সংশয়,
স্রোতের বিপরীতে সঙ্গ দিও ঠায়  
তখন যেন পেয়োনা ভয়

একেও কি বলা যায় ভালবাসা
শর্ত দিচ্ছি যেখানে ঠাসা
এক সাথে চলার পথে জীবনে,
নাকি এতে আছে সুপ্ত নিরাশা
লুক্কায়িত মনের গহীন কোনে

থাকলেও এসো ভেঙে তারে ফেলি
অবলীলায় যেন খেলে জলকেলি
হংসমিথুন হতে চাই আমরা,
নিদর্শন গড়ে একসাথে চলি

হয়ে মনের মত আদর্শ জোড়া।

কোন মন্তব্য নেই: