শুক্রবার, ডিসেম্বর ২০, ২০১৩

আমি না চলা পথে হাঁটব না

লিখেছেন : অরুণ কারফা

আমি না চলা পথে হাটব না
না বলা বাণী বলব না
দুঃখিত বন্ধু,
এমন কথা দিতে পারব না।

না গাওয়া গান গাইব না
না পড়া বই পড়ব না
ক্ষমিয়ো বন্ধু
একথা রাখতে পারব না।

না লেখা উপন্যাস লিখব না
না পড়া কবিতা পড়ব না
মাফ করে দিও
এরূপ কথা মানব না।

আমি স্রোতের বিপরীতে গিয়ে
প্রচলিত কুসংস্কার ডিঙ্গিয়ে
প্রসারিত করে মনকে আমার
বাড়িয়ে তুলব উদারতা তার
এই আনন্দ হতে

নিজেরে বঞ্চিত রাখতে পারব না। 

কোন মন্তব্য নেই: