লিখেছেন : মোঃ রাসেল
আগেই বলে নেওয়া দরকার যে,আমি একজন ছাত্রলীগ কর্মী । এবার আমার কথা শুনুন
: গণতন্ত্র মানে শুধু ভোটাধিকার নয়,গণতন্ত্র মানে সব নাগরিকের সমান
অধিকার। সব নাগরিকের ব্যক্তিগত জানমাল রক্ষার নিশ্চয়তা । সব নাগরিকের
মতপ্রকাশ ও বিশ্বাস চর্চা করার স্বাধীনতা। এই অধিকারই আজ আক্রান্ত ।
মাননীয় প্রধানমন্ত্রী /বিরোধীদলীয় নেত্রী , যদি দেশে গণতন্ত্র না
থাকে,তাহলে আমি কার জন্য রাজনীতি করব । আমার জয় বাংলার স্লোগানে মানুষের
আধিকারের কথা ছিল,সোনার বাংলার গড়ার কথা ছিল,অন্নহীন মানুষের অন্ন জোগান
দেওয়ার কথা ছিল ।
আজ আপনারা কোন বোধের কাঠী নাড়েন ।একজন সত্যিকারের রাজনীতিবিদ হিসাবে “তামাশা নিবাচনের তকমা “ লাগাতে চাই না । কারণ আমি ক্ষমতা চাই না,দেশের কল্যাণ চাই ,মানুষের অবাধ চলাচলের স্বাধীনতা চাই ,মায়ের কোলের শিশুর নিরাপত্তা চাই। আজ আমাদের দুইটি দল কতটুকু জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছেন।মাননীয় প্রধানমন্ত্রী অন্যরা কি দিলো সেটা বড়ো কথা নয় । আমরা কি দিলাম ।
কেন আমরা পুড়ে মরবো। আমাদের দোষ কি?
বি,এন,পি ও আওয়ামি লিগ দুই দলের বলবার মত কথা আছে, যুক্তি আছে,দুই পক্ষের বুদ্ধিজীবী ও প্রচারকেরা তর্কযুদ্ধ দ্বারা একে অপরকে কোতল করছেন । এত যুক্তি, এত সাধুতা কিন্তু কোথায় শান্তি, কোথায় সত্য , কোথায় ন্যায়, কোথায় মানবতা ? নাই নাই নাই । যে যুক্তিতে মুক্তির কথা নেই,যে যুক্তিতে মানবতার কথা নেই । সে কথা বা মতবাদ অর্থহীন ।
এত মানুষ আপনারা হত্যা করেন এর বিচার হবে কি ? আমরা রাজনীতির কাষ্ঠ হতে পারি না কারন আমরা আপনাদের নেতা বানাই । যদি একজন ব্যক্তি অনেক মানুষ হত্যা করে তাকে আপনারা ফাঁসি দেন। যদি তাই হয় তাহলে আপনাদের ক্ষমতার জন্য অ-কারণে মানুষ হত্যা করবেন। এটা হতে পারে না। আপনারা খুনি, আমরা আপনাদের ফাঁসি চাই । এরশাদ হত্যা করেছে মানুষ, খালেদা হত্যা করেছে সুশীলতা ও তাঁর দলের নীতি, আর আপনি হত্যা করেছেন মানুষের অধিকার ও গণতন্ত্র । রাজনীতি যদি হয় ক্ষমতার জন্য ,জ্যান্ত মানুষ আগুনে পুড়িয়ে মারার জন্য, তাহা আমি বিসর্জন দিলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন