আমি সাথী,
কিন্তু কার
...........অরুণ
কারফা
আমি সাথী,
কিন্তু কার?
এখনও তো পাইনি
জীবনসখা
তবু চেয়ে থাকি
আশায় আশায়
কালো মেঘে দেখি
রুপোলী রেখা।
আমি জানি সেও
পারে নিমেষে
মিটিয়ে যেতে
এমন ঘটনা কতই না
ঘটেছে
বারংবার অতীতে।
জানি জানি জল
থাকেনা
সব জলদে
তবু আশাবাদীতায়
ডুবে থাকি
উঠতে বসতে।
এও জানি হয়ত
শুকনো ঝড়ে
সবই উড়িয়ে দেবে
জীবনটা তখন
সাথীর খোঁজে
আবার মোড় নেবে।
আমি জানি আমি একাই
নই
এ রকম জীবনে
অভ্যস্ত
অনেকেই চায়
যারে, না পেয়ে তারে
একাই কাটায়
প্রতি নিয়ত
যদিও তারা
কিন্তু তথাকথিত
বন্ধু
পরিবেষ্টিত।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন