সোমবার, ডিসেম্বর ২৩, ২০১৩

তোমার, প্রণয়ের ঘড়া জানি আছে ভরা

লিখেছেন : অরুণ কারফা

তোমার, প্রণয়ের ঘড়া জানি আছে ভরা
অভিমান আছে তাতে,
ঠিক যেন জ্বলে জোনাকিরা দলে
ঘন আঁধারের রাতে।

তুমি যদি কিনা হতে ক্ষোভহীনা
ভয় হয় বড় ভাবতে,
মেঘনা যমুনা কি সলিল বিনা
পারত শরম ঢাকতে?

তোমার অহঙ্কার গর্ব তোমার
সাধ্যি কি তারে খর্ব করি,
শুধু যেন তা কাজে লাগে যা

দিয়ে স্বর্গ গড়ি। 

কোন মন্তব্য নেই: