মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০১৩

আমার অপূর্ণ সব ইচ্ছেগুলো

আমার অপূর্ণ সব ইচ্ছেগুলো
অপেক্ষায় থাকে নখদন্ত মেলে
ভাবনাগুলো যেই হয় অগোছালো
ছিঁড়ে খুঁড়ে খায় নিভৃতে পেলে।  

দুর্বলতম স্থানগুলো মনের
চিহ্নিত করে নৃশংসের মত
জবাব দিতে না পারলে আমি
বারে বারে হয় হাস্যরত।  

বুঝতে পারি আমি আমার সাথে
কত পার্থক্য সেই মহাজনের
নীরবে যত সহ্য করেও যে শত
পথ পেরিয়েছিল একা লাঞ্ছনের।

আমরা দেখি নাটকের, শেষ অঙ্ক শুধু
যখন কেউ পায় স্তূপ সম্মানের
ভুলে যাই কী কী সয়ে গেছে সে
মুখে কুলূপ এঁটে, কান্না চেপে প্রাণের।

কোন মন্তব্য নেই: