মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০১৩

জানিনা ফুরাবে কবে এই অপেক্ষা ........অরুণ কারফা

জানিনা ফুরাবে কবে এই অপেক্ষা
.......................অরুণ কারফা

জানিনা ফুরাবে কবে এই অপেক্ষা
আসবে তুমি নূপুর পড়ে
কাল বৈশাখীর দাপটে যেমন
তপ্ত অপরাহ্ণে বৃষ্টি ঝরে।

ঘাসগুলো যেমন সজীব হলে
পাতাগুলো সব ওঠেই হেসে
তোমার আসার রুনুঝুনু ধ্বনি
তেমনি কাঁপবে মেঘমন্দ্রে মিশে।

হা রে রে রে রে রে করে
রাখাল ছুটোবে গোষ্ঠপাল
আমরা ভিজব আপাদমস্তক
বিদ্যুতে ছাইবে দিকচক্রবাল।

হবেই তখন মনে এমন দিনে
কিছুই তো নয় স্থায়ী এখানে
ভালবাসা কি থাকবে টিকে
বৃষ্টি থামলে কেই বা জানে।


কোন মন্তব্য নেই: