শনিবার, নভেম্বর ১৬, ২০১৩

আমি ছিলেম এক ঘাসফুল ক্ষুদে ...........অরুণ কারফা

আমি ছিলেম এক ঘাসফুল ক্ষুদে
.....................অরুণ কারফা

আমি ছিলেম এক ঘাসফুল ক্ষুদে
পদধুলি নিয়ে চোখগুলি মুদে,
বর পেয়ে হলেম ঢাউস গোলাপ ফুল 
এখন ছড়াই প্রেম সুগন্ধে।

তখন দিত না কেউই নজর 
সেবাই ছিল একমাত্র জীবন
এখন খুঁজি কাঁটার ওজর
রক্ষা করতে আপ্ত ধন।

তাই দেখে বলে হেসে ঘাসফুল
কি করতে নিলে শৌখিনতা
এ যে দেখছি গেল দুইকুল
নিজেকে বাঁচাতেই যত ব্যাস্ততা।

সৃষ্টির আনন্দ পেতে চিত্তে
ছাড়তে হবে পার্থিব সুখ
নইলে আগলে যাও বিত্তে

বাড়তে থাকবে নারকীয় দুখ। 

কোন মন্তব্য নেই: