শনিবার, নভেম্বর ১৬, ২০১৩

এইসব দিনরাত

     লিখেছেন : মনোবর
       (১)
সব কোলাহল গড়াতে গড়াতে থেমে
এই শহরও কেমন ভুতুড়ে হয়ে যায়।
ঘোলাটে নিয়নের নীচে রোমকূপ সচকিত
পাতাল পুরীর যতসব কোনকালে মৃত
আবছায়া আত্মারা হারানো শরীর খোঁজে
অলিতে গলিতে।
প্রতিটি ঘুমের মধ্যেই দুলে ওঠে খাট।
             (২)
এ জীবন উষ্ণতার খোঁজে
বহুদূর গিয়ে অবশেষে বৃষ্টিতে ভিজেছে।
মরুভূমি নীলনদ চায় বলে
তুমিনাকি বৃষ্টি হয়েছিলে!


                (৩)
ভালবাসা জলছবি তো নয়।
চকিত প্রলয় বা মলয় বাতাস
এমনকি ফোঁপান কান্নাও নয়।
ভালোবাসা চিরন্তন প্রেম বা বিরহ

তোমার আমার পরিচয়।

কোন মন্তব্য নেই: