রবিবার, নভেম্বর ০৩, ২০১৩

প্রার্থনা না করলে ঈশ্বরের ক্ষতি কোথায় ?

       লিখেছেন: অতন্দ্র অনিঃশেষ
সাধারনভাবে আমরা একটা কথায় বিশ্বাসী ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন তাই আমরা তার প্রার্থনা করবো। কিন্তু এখানে প্রার্থনার সাথে সৃষ্টির সম্পর্ক আছে বলে আমার মনে হয় না।
যদি মুসলসান ধর্মের কথা বলি তাহলে আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য তাঁর ইবাদত করা এবং একসময় কিয়ামত হবে এবং সেখানে হিসাব নিকাশ হবে যার আমল যত বেশি সে জান্নাত/স্বর্গে যাবে আর যার নাই সে দোযখে যাবে। আমার প্রশ্ন  বিধাতার কি কিয়ামতের পরে আর ইবাদতের/ প্রার্থনার প্রয়োজন হবে না। তাহলে এই জগতের প্রতি বিধাতার এত লোভ কেন ? সেখানে আমরা তো মানুষ। আমাদের পাপের জন্য যদি পরজন্মে শাস্তি দেওয়া হয় তাহলে আমাদের সৃষ্টির অপরাধে বিধাতার শাস্তি আগে হওয়া উচিত।   

কোন মন্তব্য নেই: