মঙ্গলবার, অক্টোবর ০৮, ২০১৩

বৃত্তান্ত

লিখেছেন : অনাদি চক্রবর্তী
তিস্তার পাড় জুড়ে মেলা বসেছে আজ
সভ্যতার গর্ভ থেকে উঠে আসছে প্রাগৈতিহাসিক পিপিলিকা  |

চলছে কেনাবেচা , দরদাম , বন্দকি , দেহব্যবসা
একের পর এক আসছে আর মিলিয়া যাচ্ছে অন্তরিখ্য়ে
তাদের প্র্যতেকটা আঙ্গুলের স্পর্শ আমার কাধের ঝোলায়
বিন্দু বিন্দু অশ্রু ধরা আছে কমনডুলে |

কে বেসি স্বনির্ভর ? মৃত্যু না মানুষ ?

 আমি ব্যাগটা ছুরে দিলাম তিস্তায়
 চোখের সামনে ভেসে যাচ্ছে একে একে;
 হর্ষ , মৈথুন , পাপ , প্রসব বেদনা ;
নোনা জলে চোখে মুখে ঝাফটা দিতে দেখলাম
তুই মিলিয়ে গেছিস ;  না নেই , কোথাও  নেই  |
উত্সবের রাতে বৃষ্টি এলো হটাত
মা এখন ঘুমন্ত ..........
টিপটা সরে গ্যাছে ভ্রুর একপাশে |

কোন মন্তব্য নেই: