বৃহস্পতিবার, অক্টোবর ০৩, ২০১৩

জানতে চাওয়া....

লিখেছেন : অরবিন্দ দত্ত
আমি বিস্ময় হয়ে দেখেছি
স্রোতস্বিনীর নির্মল শান্ত রূপ।   
মুগ্ধ হয়ে শুনেছি  নির্ঝরিণীর
কুলকুল করে  বয়ে চলার ধ্বনি। 
জানতে চেয়েছি তার কাছে -
তোমার  বয়ে চলার  শেষ কোথায়, শৈবলিনী?  
জবাব দিয়েছে সে   ওই যে, সঙ্গমে।  
যেখানে সাগরের  মিলন ঘটে
কল্লোলিনীর  সাথে।
জানতে  চেয়েছি  শুভ্রতা আর সৌরভে    
ভরা রজনীগন্ধার কাছে – তোমার
জনমের  স্বার্থকতা কোন শুভক্ষণে?  
জবাব দিয়েছে সে -  যখন দুটি প্রাণ,  
দুটি মনের মিলন ঘটে পুস্পশয়ন রজনীতে   

কোন মন্তব্য নেই: