মঙ্গলবার, অক্টোবর ০১, ২০১৩

কোন হাসিটা তোমার রাখব মনে

কোন হাসিটা তোমার রাখব মনে
যেটা জেগে ওঠে সূর্যোদয়ের ক্ষণে
যারে দেখা যায় ঘাসের মুখে
শিশিরের মত মুক্তোর বুকে?

নাকি যারে দেখা যায় প্রাতঃকালে
শিশিরগুলো বাষ্পীভূতই হলে
ন’টার মণি ঠিক যখন ফোটে
আর বিচ্ছুরণ চারিদিকে ছোটে?

নাকি যেটা অপরাহ্ণে পড়ন্ত রোদে
দিন চলে যায় বলে তারই ক্ষেদে
ম্রিয়মাণ হয়ে যায় আপন তেজে
অধোমুখ সূর্যমুখীরই মত যে।

মনে হয় নয় কোনটা আবার
তার চেয়ে বরং হলেই আঁধার
যেটা ফুটে উঠে জোছনার মত
সেটাই মনে রাখব রক্ষিত।।

কোন মন্তব্য নেই: