মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০১৩

অপেরা মিনিতে বাংলা দেখতে পাচ্ছেন না ? সমাধান নিয়ে এলাম

-- লিখেছেন আরিফসফট১
 আমরা অনেকেই মোবাইলের ব্রাউজার হিসেবে অপেরা মিনি ব্যবহার করি। সত্যি কথা বলতে কি আমার দেখা শতকরা  ৯৫ ভাগ মোবাইল ইউজারই অপেরা মিনি ব্যাবহার করে। কিন্তু এই ব্রাউজারটিতে যে ডিফল্ট সেটিংস এ বাংলা সাপোর্ট করে না । তবে সেটিংস হাল্কা পরিবর্তন করলেই বাংলা পতে পারবেন ।   যেভাবে সেটিংস পরিবর্তন করবেন  :

প্রথমে আপনার অপেরা মিনি ওপেন করে address bar এ লেখুন opera:config এবং ok চাপুন । অপেরা মিনির সেটিংস পেজ open হবে। এখন একেবারে নীচে দেখুন ” use bitmap fonts for complex scripts” এই মেনু টি “No” করে আছে । এটি “Yes” করে Save করুন । এখন আপনি অপেরা মিনি দিয়ে সহজেই বাংলা পড়তে পারবেন।

কোন মন্তব্য নেই: