আজও খুঁজে পেলেম না আমি
চেতনায় তারে
ভাবতে গিয়ে হারিয়ে ছিলেম
ভাবনায় যারে
ইঙ্গিত পেলে দেখতাম খুঁজে
মনের ভিতরে
মল্লিকা বনে হারিয়ে ছিল যে
হঠাৎ অগোচরে।
কি রকম ছিল দেখতে তারে
আজো জানিনা
কি করে বলব দেখিনি যারে
মানস কন্যা
তবে যেমনি হোক দেখতে সে
স্বপনে আমার
চিনে ফেলব কেশের সুবাসে
বাস্তবেতে তার।
তাই ঘন ঘন আঘ্রাণ নিই
নিয়ম মাফিক
হয়ত বা তাতেই হয়ে যাচ্ছি
আমিও যান্ত্রিক
এরকম করে পেরিয়ে গেল
কয়েক বসন্ত
জানিনা খোঁজা চলবেই কিনা
এভাবে অনন্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন