আর থাকে না মন ঘরেতে বদ্ধ
নয়ন ধাঁধিয়ে দেয় সোনা রৌদ্র
মাঠেতে এখন শুকিয়েছে কাদা
আকাশে উড়ছে মেঘ সাদা সাদা
বুজেছে সব খান খন্দর গর্ত
ধানের শিষ তাই হাসিতে মত্ত।
শিউলি দিয়েছে গন্ধ ছড়িয়ে
অলি খোঁজে তারে গুন গুনিয়ে
যা তার আছে পড়ে থরে থরে
গাঁয়ের বধুরা কুড়োচ্ছে ভোরে
নদীর কুল হয়েছে ব্যাকুল
দেখাতে গুচ্ছ গুচ্ছ কাশফুল
তার ওপর ফেললে জ্যোৎস্না শশী
মনে হয় শুভ্র চূড়ার ফেনারাশি
দুপাশে যারা ডেকেছে বান
তাতে ডুবেছে ফলন্ত ধান
চাষির প্রাণ চায় না এ বান কমে যাক
এমন বানেই সে ধনবান হয়ে থাক।
নয়ন ধাঁধিয়ে দেয় সোনা রৌদ্র
মাঠেতে এখন শুকিয়েছে কাদা
আকাশে উড়ছে মেঘ সাদা সাদা
বুজেছে সব খান খন্দর গর্ত
ধানের শিষ তাই হাসিতে মত্ত।
শিউলি দিয়েছে গন্ধ ছড়িয়ে
অলি খোঁজে তারে গুন গুনিয়ে
যা তার আছে পড়ে থরে থরে
গাঁয়ের বধুরা কুড়োচ্ছে ভোরে
নদীর কুল হয়েছে ব্যাকুল
দেখাতে গুচ্ছ গুচ্ছ কাশফুল
তার ওপর ফেললে জ্যোৎস্না শশী
মনে হয় শুভ্র চূড়ার ফেনারাশি
দুপাশে যারা ডেকেছে বান
তাতে ডুবেছে ফলন্ত ধান
চাষির প্রাণ চায় না এ বান কমে যাক
এমন বানেই সে ধনবান হয়ে থাক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন