বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০১৩

অপরাজিতা

অপরাজিতা
                      অরবিন্দ দত্ত

নাম না জানা সেই মেয়েটি,
পেয়েছিলাম তাকে সংবাদ পত্রে।
এক শীতের রাতে রাজধানীর রাজপথে,
হায়নার দল ছুড়েফেলেছিল যাকে।
কেউ বলে দামিনী, কেউ বলে আমানত,
কেউ বলে পার্ক স্ট্রীটের ধর্ষিতা,
আমি বলি তোমরা অপরাজিতা।
ভেবোনা তোমাদের আমরা ভূলে যাব,
মনে রাখবো, হয়তো তো্মাদের নিয়ে
চায়ের টেবিলে ঝড় উঠবে,
কিছু মানুষ(শিক্ষিত) বলবে
ওরা খারাপ মেয়ে।
হয়তো একদিন তোমরা হবে
ভোট যুদ্ধের হাতিয়ার।
শেষ হয়েও হবে না তোমরা শেষ।
তবে, প্রকৄ্তির সুন্দরতম সৃষ্টি তোমরা।
কখনো জননী, কখনো তনয়া,
কখনো বা প্রেয়শী।
তাই বলতে হবে, জননী জন্মভূমীশ্চঃ

স্বর্গাদপী গরীয়সী।

কোন মন্তব্য নেই: