বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০১৩

তুমি সেই মেয়ে

তুমি সেই মেয়ে.....
                         অরবিন্দ দত্ত

ফাল্গুনের  ঝড়ো হাওয়ায়
ঝড়ে পরা পাতার  ওপর  আনমনা
হয়ে  বসেছিলে  তুমি।  
হাওয়ায় উড়ে  আসা  গাছের  হলদে 
পাতা গুলো তোমার  ষড়ঙ্গে  ছুঁয়ে,
তোমাকে রূপমাধুরী  করে তুলছিল।      
আমি,  দূরে  গাছের আড়ালে
দাঁড়িয়ে   দু’ চোখ ভরে   তোমার
সেই রূপ প্রত্যক্ষ করেছিলাম।   
হাওয়ায় উড়ে আসা  তোমার  কুন্তলরাশিতে
তোমারই  মুখখানি ঢাকা পড়েছিল -     
যেন  মনে হয়েছিল  চন্দ্রকিরণ    
হঠাৎ মেঘের  অবগুণ্ঠনে  ঢাকা  পড়ে গেল।
তুমি  সেই মেয়ে,  যাকে
আমি দেখে ছিলাম  –
লাল  পলাশের  মালা  হাতে,  
দাঁড়িয়ে ছিলে কংসাবতীর তীরে।
তুমি সেই মেয়ে,
যাকে  আমি  পেয়েছি ভেবে ,  
রেখেছিলাম  আমার হৃদয়পিঞ্জরে ....।


কোন মন্তব্য নেই: