সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০১৩

প্রতিবাদী চরিত্রটা তার

প্রতিবাদী চরিত্রটা তার
কারণ হয় ঝড় ঝাপটার
চুপটি করে থেকে যেখানে
পার পেয়েও যেত হয়ত
সদর্পে এগিয়ে সেখানে
প্রতিরোধে সে হবেই রত।

এমন নয় যে সে
জিতছে সবখানে
কিন্তু ভাঙলে যে
মচকাতে শেখেনে।

বলে, করলেই জিজ্ঞাসা
এতে নেই কোন ধোঁয়াশা
আমরা গড়া লোহা দিয়ে যে
আর ইস্পাত, আগুনে পুড়ে সে ।

আমরা নাকি মরচে পরা
কোন রকমে একটা গড়া
অচল ভোঁতা চাকু,
দিন দুপুরে হেসে খেলে
সর্বসমক্ষে পদতলে
কুঁচলে দেবে ডাকু।

তাই চলবে না সে বলে হেসে
হলেই শুধু সৎ
শক্ত হওয়ার হাসতে হাসতে
নিতে হবে শপথ।

কোন মন্তব্য নেই: