দখল ক’রে সিংহাসন, দাদারে পাঠিয়ে
পঞ্চবটী বন, এ কেমন প্রহসন,
রাজ্য শাসন করে লক্ষণ, ও ভুলিয়ে
দিতে প্রজামন, পাদুকা ক’রে পূজন?
এ সেই আরম্ভ হয়েছে তেতা যুগেতে
আজো চলছে প্রচলন যার জগতে
পুতুল সরকার বসিয়েই তখতে
শত্রু শাসন চালাচ্ছে সুতোর টানেতে।
আর বৈরিরা, বসেনা প্রত্যক্ষ শাসনে
পুতুল শাসক রেখে বানিজ্যিক স্বার্থ
এবং সব কিছু দেখে এত সংগোপনে
জনসাধারনে বোঝেনা প্রকৃত অর্থ।
এ তত্ব নয় মোটেই নব আমদানি
ভোগ করতে, ধর মাছ, না ছুঁয়ে পানি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন