আমার স্বপ্ন ও বাস্তবে নেই ফারাক
তাদের মাঝে দূরত্বও নেই ছটাক
বাস্তবকেই আমি স্বপনে দেখি তাই
যা চাই স্বপনে সেটাই বাস্তবে পাই।
কেউ কেউ শুনেছি স্বপনে দেখে নাকি
যা বাস্তবে তারে দিয়ে যায় কিনা ফাঁকি
তারাই খোঁজে আলাউদ্দিনের খাজানা
সারাটা জীবনেও কখনো যা পাবে না।
তারা দৌড়ায় মরীচিকার পিছে পিছে
যা কিছু ছিল তাও হারায় মিছে মিছে
তবু বোঝেনা গলদ রয়েছে কোথায়
ভুলের মাশুল গুনে বৃথা চলে যায়।
তাই বন্ধু গড় সত্যের জমিতে স্বপ্ন
স্বপ্নের জালে বাস্তব না বুনে কখনো।।
তাদের মাঝে দূরত্বও নেই ছটাক
বাস্তবকেই আমি স্বপনে দেখি তাই
যা চাই স্বপনে সেটাই বাস্তবে পাই।
কেউ কেউ শুনেছি স্বপনে দেখে নাকি
যা বাস্তবে তারে দিয়ে যায় কিনা ফাঁকি
তারাই খোঁজে আলাউদ্দিনের খাজানা
সারাটা জীবনেও কখনো যা পাবে না।
তারা দৌড়ায় মরীচিকার পিছে পিছে
যা কিছু ছিল তাও হারায় মিছে মিছে
তবু বোঝেনা গলদ রয়েছে কোথায়
ভুলের মাশুল গুনে বৃথা চলে যায়।
তাই বন্ধু গড় সত্যের জমিতে স্বপ্ন
স্বপ্নের জালে বাস্তব না বুনে কখনো।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন