শনিবার, সেপ্টেম্বর ২১, ২০১৩

চমক দিলেই বিদ্যুৎ গগনে গগনে

চমক দিলেই বিদ্যুৎ গগনে গগনে
অনেকে ভাবে দেবদূতের আগমনে
হঠাৎ হবে সব সমস্যার সমাধান
ফিরে পাবে শ্রমিক বেঁচে থাকার মান।
তারা ভাবে স্বর্গ থেকে এসে তীব্র বেগে
নেমে, বজ্রসম দেব-মুষ্টি দেবে ভেঙ্গে
ক্রমে, শ্রেণীর কর্ত্তৃত্ব বিত্তের উপর,
থাকবেনা আর এই বিভেদ অন্তর।

তারা জানে না কখনো সম্ভব নয় তা
নিজেদের মধ্যে বানাতে হবে একতা
আরও জানতে হবে ক্ষমতা শত্রুর
কারণ লড়তেই যে হবে বহু দূর।
ছড়িয়ে দিতে হবে এ সংগ্রামের ঢেউ

বিনা যুদ্ধে সূচ্যগ্র জমি দেবেনা কেউ।

কোন মন্তব্য নেই: