লিখেছেন টেকনোমাস্টার
আপনার ফোন বা ট্যাবলেট কি Android সিস্টেম ? ভাবছেন বাংলা কীভাবে
লিখবেন ? নিজের ভাষায় লিখতে পড়তে বলতে কার না ভালো লাগে ? রোমানে বাংলা লেখার দিন শেষ। তাই ডেভেলপরাও বসে নেই। নিরন্তর কাজ করে যাচ্ছেন নিজের ভাষাকে বিশ্বের সবার কাছে
পৌছে দিতে। আমরা চাই, আমরা বাঙালিরা
বাংলায় লিখুক, বাংলায় পড়ুক, বাংলায় বলুক। অনুসরণ করুন নীচে উল্লেখিত যে-কোনো একটি
পদ্ধতি।
১. মায়াবী বাংলা কীবোর্ড : Android -এ বাংলা লেখার জন্য সবচেয়ে জনপ্রিয় কীবোর্ড মায়াবী কীবোর্ড। কারণ এই কীবোর্ডে আপনি ফোনেটিকেলি বাংলা লিখতে পারবেন। যারা অভ্র ব্যবহার করেছেন তাদের কাছে এটা খুব কাজের হবে। কোথায় পাবেন ?
মায়াবী বাংলা কীবোর্ড ডাউনলোড করুন Play
store
২. রিদ্মিক কীবোর্ড
: এই কীবোর্ডটাও
মায়াবী কীবোর্ডের মতোই। যারা বিজয় ফন্ট ব্যবহার করেন, তাদের জন্যও সুব্যবস্থা আছে এই কীবোর্ডে। কোথায় পাবেন ?
রিদ্মিক কীবোর্ড ডাউনলোড করুন Play
store ।
৩. মালটিলিং কীবোর্ড : এই কীবোর্ডের মাধ্যমে আপনি বাংলা ছাড়াও অনেক ভাষা লিখতে পারবেন। তবে এটাতে লেখার নিয়ম একটু জটিল। এটা ব্যবহারের জন্য আপনাকে দুটো সফটওয়ার ডাউনলোড করতে হবে। প্রথমত মাল্টিলিং কীবোর্ড এবং দ্বিতীয়ত মাল্টিলিং বাংলা প্লাগিন।
মাল্টিলিং কীবোর্ডের লিঙ্ক-- প্লে স্টোর ।বাংলা প্লাগিন ডাউনলোড করুন এখান থেকে --- প্লে স্টোর । সফটওয়্যারগুলো ইন্সটল করার পর আপনার মেনুতে খুঁজে দেখুন।
৩. মালটিলিং কীবোর্ড : এই কীবোর্ডের মাধ্যমে আপনি বাংলা ছাড়াও অনেক ভাষা লিখতে পারবেন। তবে এটাতে লেখার নিয়ম একটু জটিল। এটা ব্যবহারের জন্য আপনাকে দুটো সফটওয়ার ডাউনলোড করতে হবে। প্রথমত মাল্টিলিং কীবোর্ড এবং দ্বিতীয়ত মাল্টিলিং বাংলা প্লাগিন।
মাল্টিলিং কীবোর্ডের লিঙ্ক-- প্লে স্টোর ।বাংলা প্লাগিন ডাউনলোড করুন এখান থেকে --- প্লে স্টোর । সফটওয়্যারগুলো ইন্সটল করার পর আপনার মেনুতে খুঁজে দেখুন।
সেখান থেকে প্রথমে Enable MultiLing - এ ক্লিক দিন। সেখান থেকে MultiLing Keyboard -এ ক্লিক দিয়ে OK -তে ক্লিক দিন। এরপর Back বাটনে চাপ দিয়ে "Switch IME to MultiLing" -এ ক্লিক দিন। সেখান
থেকে MultiLing Keyboard -এ ক্লিক দিন।
ব্যাস, কাজ শেষ। এবার আপনি যেখানে
বাংলা লিখতে চান, সেখানে গিয়ে কীবোর্ডটা চেক করে দেখুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন