দূরে ঐ হাতছানি
দেয় চাঁদের বুড়ি
চরকা চালাচ্ছে
আপন মনে থুত্থুরি
আমরা ছাড়া কেই
বা আছে তার ঘরে
কে তারে নিয়ে
রূপকথার গল্প করে?
বসলেও নড়ে চড়ে মিনতি
করায়
আসবে না কিন্তু
নেমে তবুও ধরায়
চরকা যে কি
আনন্দ দেয় সেই বোঝে
জেরাজেরি করলেই
বেশি, বলে তেড়ে
নিয়ে গেলে তো আসবি
বৃদ্ধাশ্রমে ছেড়ে
সেখানে গিয়ে কেন
হারানো সক্কলকে
তা এখান থেকে বরং
দেখি স্নিগ্ধালোকে।
বৃদ্ধরা এখন বোঝা
হয়েছে সংসারে
জীবন তাদের তাই
কাটে কারাগারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন