শনিবার, আগস্ট ০৩, ২০১৩

কোন ঝড় আসে, নিমেষে সব বিনাশে .............................অরুণ কারফা


কোন ঝড় এসে, বিনাশে সব নিমেষে
উড়িয়ে দেয় খড়কুটোর মত আর,
কোনটা শুধু অট্টহেসে বলে সুভাষে
প্রকৃতি করে প্রাণের সৃষ্টিও আবার। 
রচয়িতাই যদি হয় বিনাশকারী
রচনা কখনো থামেনা চলার পথে
ভাঙলেও গাঙ্গের ঢেউ তার পারই
জন্ম দেয় সলিলে প্রাণ নব শপথে।

তাই ভাবি কি শিখি আমরা তার কাছে
ধংস করেও যার সকল অবদান
সম্মান পর্য্যন্ত দিইনা তারেই পাছে
নিজেরে না মনে হয় সর্বশক্তিমান?
মুছে দেবার অধিকার রয়েছে তার
রূপের যে করতে পারে পুনরুদ্ধার।

কোন মন্তব্য নেই: