রবিবার, আগস্ট ০৪, ২০১৩

বৈদ্যুতিক পাখা ধীরে ও দ্রুত চালাতে কি সমান বিদ্যুৎ খরচ হয় ? কেন ? -- লেখক জিরো টু ইনফিনিটি

বৈদ্যুতিক পাখা ধীরে ও দ্রুত চালাতে কি সমান বিদ্যুৎ খরচ হয়? কেন? জিরো টু ইনফিনিটির প্রশ্নোত্তর পাতায় এই প্রশ্নটি রাখেন সূর্য মামা ছদ্মনামধারী আমাদের এক পাঠক।
জবাবে ব্রাহ্মণবাড়িয়ার ছেলে সিরাজাম মুনির শ্রাবণ বলেন – ‘হ্যাঁ,
বিদ্যুতের পাখা আস্তে বা জোরে যেভাবেই চলুক না কেন বিদ্যুৎ সমানই খরচ হয়। পাখার চলা নিয়ন্ত্রণ হয় নিয়ন্ত্রক বা রেগুলারেটরের মাধ্যমে। আর বিদ্যুৎ খরচের কাজটা রেগুলেটরের আগেই শেষ হয়ে যায়। রেগুলেটর পরের কাজটা করে মাত্র।
তবে হ্যাঁ আস্তে আস্তে চালালে ফ্যানের জন্য কিঞ্চিত পরিমাণ ভাল হতে পারে। তাতে করে পাখা গরম হবে কম বা ঘর্ষণের পরিমাণ হবে কম। বিদ্যুতের কিছু হবে না। বিদ্যুৎ সমানই খরচ হবে

শ্রাবণের জবাবে আমাদের আরেক পাঠক মোঃ ওয়ালিউর রহমান প্রশ্ন রাখেন, ‘আচ্ছা এখানে কি বিভবের পরিবর্তন হয়?’


বিভবের পরিবর্তন এবং ঠিক কীভাবে রেগ্যুলেটর কাজ করে থাকে তা পরিষ্কার করতে অভিষেক সোম জিৎ এগিয়ে আসেন। তিনি বলেন - আমরা যে রেগুলেটরগুলা দেখি তা ভেরিয়েবল রেজিস্টিভ লোড, অর্থাৎ যত বেশি রেজিস্টেন্স তত বেশি পাওয়ার খাবে রেগুলেটর , বাকিটা খাবে ফ্যান। অর্থাৎ পাওয়ার সমানই খাবে। অতি সম্প্রতি থাইরিস্টর নিয়ন্ত্রিত এসি ভোল্টেজ রেগুলেটর তৈরি করা হয়েছে যা ভোল্টেজের নির্দিষ্ট অংশ কেটে কেটে পাওয়ার সাপ্লাই দিতে পারে; অর্থাৎ এতে বিদ্যুত কম খরচ হবে । এই ছবিটা দেখলে বুঝবেন কম পাওয়ার খেলে ফ্যান কম ঘুরবে

হুম, তবে সবার আলোচনা থেকে আমরা বুঝলাম ফ্যান দ্রুত কিংবা ধীরে যেভাবেই ঘুরুক না কেন বিদ্যুৎ বিল আমাদের সমান পরিমানই গুণতে হবে। তবে সেটা যাতে কম গুণতে হয় সে জন্যও বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন।

সুত্রঃ http://bn.zero2inf.com/answers/1808
সম্পাদনায়ঃ আবদুল্লাহ আল মাহমুদ, সম্পাদক, জিরো টু ইনফিনিটি।

বিশেষ দ্রষ্টব্য : মাইক্রোকন্ট্রোলার দিয়ে ট্রায়াক ড্রাইভিং করে পালস কাটিং এ মাধ্যমে যে সকল ফ্যান রেগুলেটর চলে সেগুলোতে ফ্যানের গতি কমার সাথে বিদ্যুত খরচ কমবে। বিদ্যুত খরচ নির্ভর করে কারেন্ট প্রবাহের উপর । যেহেতু ওয়েভের ডিউটি সাইকেল কমানো বা বাড়ানো যাচ্ছে তাই আমার মতে এই সকল রেগুলেটর টেকসই এবং পরিবেশবান্ধব।

কোন মন্তব্য নেই: