আমার কলমখানা হল
শত্রু তার
অনভিপ্রেত প্রেমের
মাঝে দুজনার
অথচ একদা লেখনীর
জোরে যার
গড়ে উঠেছিল
প্রাসাদ ভালবাসার।
ও আসবাব পত্র
আসতে এক খেপ
মনে হল যেই
জীবনটা হয়েছে থিতু
কলমটা হল
অপ্রয়োজনীয় বস্তু।
এখন সে যেন
অযথাই বেশি বলে
আর নিজের খেয়াল
খুশী মত চলে
যে কথা গুলো শুনলে
মনে হত আগে
শ্রুতিমধুর,
এখন বড্ড কানে লাগে।
এই হচ্ছে যুগের
নিয়ম বাছাধন
কোন কিছু ভাল যতক্ষণ
প্রয়োজন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন