বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সোস্যাল নেটওয়ার্ক হল FACEBOOK। অন্য সব সোস্যাল নেটওয়ার্কগুলিকে পিছনে ফেলে তরতর করে এগিয়ে
চলেছে জনপ্রিয়তার শিখরে। জনপ্রিয়তার
মূল কারণ তাদের অ্যাপ্লিকেশানগুলি, ব্যবহার করা অত্যন্ত
সহজ, উপভোগ্য। বিভিন্ন বৈচিত্রপূর্ণ অ্যাপ্লিকেশানগুলি ফেসবুকের দিকে টেনে
ধরে রেখেছে সারা পৃথিবীকে। ফেসবুক যেভাবে পৃথিবীর
একপ্রান্তের মানুষের সঙ্গে আর-এক প্রান্তের মানুষকে জুড়ে দিয়েছে অন্য কোনো
সোস্যাল নেটওয়ার্ক সেভাবে সফল হতে পারেনি।
মাননীয় পাঠকবৃন্দ, এটি আমার দ্বিতীয় পোস্ট।
আজ আমি
আপনাদের কাছে ফেসবুকের জনপ্রিয় কয়েকটি অ্যাপ্লিকেশান তুলে ধরার চেষ্টা করব। এমন কিছু অ্যাপ্লিকেশন যা আপনার ফেসবুকের ঘনিষ্ঠতাকে আরও বাড়িয়ে
দেবে। ফেসবুক আপনার কাছে আরও বেশি কাজের
হয়ে উঠবে।
ভার্চুয়াল অ্যাকুরিয়াম : অ্যাকুরিয়ামের রঙিন মাছ দেখতে
কার না ভালো লাগে। আমরা অনেকেরই অ্যাকুরিয়ামে মাছ পুষি। ফেসবুকের জনপ্রিয় অ্যাপ্লিকেশানের তালিকায় যুক্ত করা হয়েছে
এই অ্যাকুরিয়াম। এখানে আপনি আপনার প্রোফাইলে একটি অ্যাকুরিয়াম বানিয়ে ভার্চুয়াল
মাছ পালন ও আপনার বন্ধুদের সেখান থেকে উপহার হিসেবে সেই মাছ পাঠাতেও পারবেন। শুধু মাছই
নয়, আপনি এখানে মাছের পাশাপাশি অক্টোপাসও রাখতে পারবেন এবং বন্ধুদের সেই অক্টোপাস উপহার হিসাবে পাঠাতে পারবেন।
বক্স.নেট : box.net একটি ফেসবুক প্লাটফর্মের
বিল্টইন অ্যাপ্লিকেশান। জনপ্রিয় ফাইল শেয়ারিং সার্ভিস বক্স.নেট আমরা অনেকেই
ব্যবহার করি। আর যারা করেন না তারা
জেনে রাখুন, box.net -এ আপনি এক
গিগা পর্যন্ত ডেটা রাখতে পারবেন অনায়াসে। আর এই ফাইলগুলি ফেসবুকে শেয়ার করতে
পারবেন box.net-এর অ্যাপ্লিকেশানের মাধ্যমে।
গ্রাফিটি : গ্র্যফিটি অ্যাপ্লিকেশনটি ফেসবুকের অত্যন্ত জনপ্রিয় অ্যাপ্লিকেশন। কারন এর মাধ্যমে মানুষ সৃজনশীল কিছু সৃষ্টি করার সুযোগ পায়।
আপনি আপনার প্রোফাইলে এই গ্রাফিটি অ্যিপ্লিকেশান অ্যাড করার পর, যখন আপনার কোনো বন্ধু আপনার প্রোফাইলটি ঘুরে যাবে তখন সে
আপনার গ্রাফিটি ওয়ালে তার পছন্দমতো কোনো ছবি অথবা মন্তব্য করতে পারবে। এতে আপনি আপনার বন্ধুটির জন্য কিছু
পেইন্ট করেও এই গ্রাফিটি অ্যাপ্লিকেশান এ তুলে ধরতে পারেন।
ফ্রি গিফট : ফেসবুকে এই অ্যাপ্লিকেশানটি অত্যন্ত জনপ্রিয় । আপনাদের অনেকেরই এই ফ্রি গিফট অ্যাপ্লিকেশানটি ভালো লাগবে । এর মাধ্যমে আপনি আপনার বন্ধু-বান্ধবদের কাছ থেকে গিফট গ্রহণ
ও গিফট দিতে পারবেন। ফ্রি গিফট অ্যাপ্লিকেশানে আছে একটি গিফট শপ, যেখানে আপনি আপনার পছন্দমতো গিফট বেছে নিতে পারবেন। লাল
গোলাপ, টেডি বিয়ার, ছোট্ট হাতি, খেলনা গাড়ি, হাত ঘড়ি -- এই গিফটগুলি যদিও ভার্চুয়াল তারপরেও
বিভিন্ন উপলক্ষ্যে বন্ধুদের গিফট করার একটা নতুন পদ্ধতি।
আই লাইক : এটি একটি মিউজিক্যাল অ্যাপ্লিকেশান।
আমাদের অনেকেরই অনলাইনে গান শোনার অভ্যাস আছে। এতে আপনি আপনার পছন্দমতো গান সংযোজন
করেত পারবেন এবং আপনার বন্ধুদের মধ্য কে কে এই গানগুলো কে পছন্দ করছে আপনি তা ও
জানতে পারবেন। এর মাধ্যমে আপনি কোন কোন কনসার্ট এ উপস্থিত থাকবেন তার একটি তালিকা
ও কনসার্ট বন্ধুদের নিমন্ত্রণও করতে পারবেন। এর সবচেয়ে আকর্ষণীয় অংশটি হচ্ছে এর
চ্যালেঞ্জ অপশনটি। এর মাধ্যমে অ্যাপ্লিকেশানটি গান বাজাবে এবং আপনাকে বলতে হবে এটি
কার গান ইত্যাদি।
স্ক্র্যাপ ব্লগ : ফেসবুকের অন্যতম জনপ্রিয় ও
ব্যবহৃত আর-একটি অ্যাপ্লিকশান হল স্ক্র্যাপ ব্লগ। আমরা অনেকেই হয়তো ছোটোবেলায়
স্ক্র্যাপ বুক বানিয়েছি। আমাদের অনেকে হয়তো এখনও স্ক্র্যাপ বুক বানিয়ে থাকি।
কিন্তু ফেসবুকের এই অ্যাপ্লিকেশান স্ক্র্যাপ বুক ব্যবহারকারীদের এক আলাদা মজা এনে
দিয়েছে। এর মাধ্যমে আপনি অনলাইনে মাল্টিমিডিয়া স্ক্র্যাপ বুক বানাতে পারবেন। স্ক্র্যাপ
বুকে সংযোজন করতে পারবেন আপনার পছন্দমতো গান, ছবি, মিউজিক ভিডিও ইত্যাদি।
মাই পারসোনালিটি : এটি ফেসবুকের আরও
একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশান। এটি ফেসবুকের প্রথম দিকের অ্যাপ্লিকেশান। এই
অ্যাপ্লিকেশানে প্রথমত আপনাকে কয়েকটি মনস্তাত্বিক কিছু প্রশ্নোত্তর পর্বের সন্মুখীন
হতে হবে। সেই প্রশ্নগুলির উত্তরের উপর ভিত্তি করে আপনার ব্যক্তিত্ব নির্ধারণ করা
হবে এবং আপনার প্রোফাইলে আপলোড করে দেয়া হবে।
জোহো - অনলাইন অফিস : জোহো ফেসবুকে আসেছে অ্যাপ্লিকেশান আকারে। এর মাধ্যমে
আপনি অনলাইনে আপনি আপনার জোহো অনলাইন ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেসেন্টেশান তৈরি
এবং ডাটাবেস ভিত্তিক কিছু কাজও করতে পারবেন।
ফ্যাশান IV
: এটি ফ্যাশান সচেতন ফেসবুক উইজারদের মধ্যে সাড়া জাগানো একটি অ্যাপ্লিকেশান। এর মাধ্যমে
আপনি হালফ্যাশানের সমস্ত খবরাখবর রাখতে পারবেন এবং এবং মডেলদের ব্যাপারে ইনফর্মেশান
পাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন