তুমি না এলে --লিখেছেন সঞ্চয় পাল
আমি আছি এই রঙিন অরণ্যে ।
তুমি চলে এসো
মহুয়ার নেশায় ভরা
আঁকাবাঁকা ওই গেরুয়া পথে ।
বসন্তবউর যেচেই সঙ্গী হবে দেখো ।
শিমুলের শালিখ টিটকিরি দেবে, দিক ।
যদি পলাশ জড়িয়ে ধরে -ব`লো
আজ ছেড়ে দাও
বসন্ত রয়েছে একা
সেই সুমধুর কুহুতানে ।
বিশ্বাস করো
তুমি না এলে
আমি কেউ নই, কিছু না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন