পেট্রলের গন্ধ-
শহর এর বুকে পেট্রলের গন্ধ,
নির্বিকার রোডম্যাপ শিরোনাম এ থাকা অন্তরদন্দে আত্মঘাতী,
আর নির্বাক উষ্ণতা দৃশ্যত-
মরমর, সংক্রামক জিন এর কাঠামোয়....
.
.
শহর এর বুকে পেট্রলের গন্ধ,
নির্বিকার রোডম্যাপ শিরোনাম এ থাকা অন্তরদন্দে আত্মঘাতী,
আর নির্বাক উষ্ণতা দৃশ্যত-
মরমর, সংক্রামক জিন এর কাঠামোয়....
.
.
সুন্দরবন এর পীরখালি থেকে আমাজন এর তীর,
কাটানো নতজানু হয়ে, সাংকেতিক আমি-
পুর্বজন্মের ব্যস্ত সংগ্রাম, স্তর স্তর সাজান টাইম মেশিন
পেট্রল এর গন্ধ পিছু ছাড়েনি তবু....
.
.
কহলি ছক্কা, কাঁটাতার, তরতরে ক্যামেরা চলছে;
অসম্ভব আলোর ঢেউ,
তার নিচে সিঁড়িতে দাড়িয়ে আমি, ডাউনলোডিং স্থবির স্থান,
বন্দনা-মন্ত্রনা সার্টিফিকেট পায়, সমস্ত বাঁচিয়ে। আমি মঞ্চ থেকে-
নাকে এসে আবার লাগে পেট্রল এর গন্ধ,
সরে আসি মনুমেন্ট এ, খুঁজে পাই কিছু কাটা হাত আর ফুসফুস;
পেট্রল এর গন্ধ টা তীব্র হয়ে ওঠে ব্যারিকেড এর ভেতরে........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন