ব্যাঙ্গমা
কয় ব্যাঙ্গমীরে - বলব তোকে আজ,
আজব
দেশের রূপকথা মস্ত যে তার রাজ |
রাজকুমারী
চম্পাবতীর চাঁপার মতো রঙ
মেঘবরণী
কৃষ্ণকেশী লজ্জাবতী ঢঙ |
দোরের
ধারে বসেছিল রূপমতি কন্যা
চাঁদের
আলোয় উছলে পড়ে এমন রূপের বন্যা |
হঠাৎ
দেখে জ্যোত্স্না ঢাকা আলের পথ বেয়ে
স্বপ্নদেশের
রাজার কুমার তার দিকেতে চেয়ে
পলকহারা
চোখের তারায় গভীর চাউনি তার
রাজকুমারীর
অবাক চোখে পলক পড়ে না আর |
ব্যাঙ্গমী
কয় ব্যঙ্গমারে, তারপরে কী বল্
চুপ
করে আর থাকিস না তো, করিস মিছে ছল |
হাস্যমুখে
ব্যঙ্গমা কয়, তারপরে কী বলি
চুপ
করা এই রূপকথাতেই ভরল কথার থলি |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন