রবিবার, জুলাই ২৮, ২০১৩

আপনার কম্পিউটার/ইন্টারনেট খুব স্লো ? কয়েকটি কৌশল জেনে নিয়ে স্পিড বাড়িয়ে নিন ১০০ গুণ —লিখেছেন টেকনোমাস্টার


সবাই আমার নমস্কার নেবেন। নিশ্চয় ভালো আছেন। কম্পিউটার বিষয়ে এটি আমার প্রথম পোস্ট। পরন্তু এই ব্লগেও আমিই প্রথম লিখছি। অতএব সবকিছুতেই যখন প্রথম ব্যাপারটাই ফ্যাক্টর হিসাবে কাজ করছে, তা হলে ভুলচুক হলে ক্ষমা করতেই হবে। এবার কাজের কথায় আসি। এটা গতির যুগ। স্লো মানেই অচল। গতির যুগে স্লো মানেই পিছিয়ে পড়া। আর কম্পিউটার স্লো মানেই তো বিরক্তিকর ব্যাপার ! নেটের ক্ষেত্রেও ওই একই কথা।
ব্রডব্যান্ড কানেকশন নেওয়ার ক্ষমতা ক-জনার আছে। তাই বেশিরভাগ নেট ব্যবহারকারীরা ডোঙ্গলের মাধ্যমে নেট চালান। ডোঙ্গলে মোবাইল সিম ইনস্টল করে ৩জি/২জি নেটই একমাত্র ভরসা। আসুন, আমরা এবার দেখে নেব কোন কোন অবলম্বন করে কম্পিউটার/ব্রাউজার /নেটের স্পিড ১০০ গুণ বাড়ানো সম্ভব।
কৌশল :
১. Start menu থেকে run ওপেন করুন।
২. এরপর type করুন regedit এবং enter মারুন।
৩. এরপর registry editor চলে আসুন।
. এইভাবে অনুসরণ করুন : HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\
Windows\CurrentVersion\Explorer\RemoteComputer\NameSpace\
৫. এইরকম একটা key  দেখতে পাবেন :
1
{D6277990-4C6A-11CF-8D87-00AA0060F5BF}
৬.এটাকে
 Delete করে দিন। ভয় পেলে back up রাখুন।
৭. এবার registry থেকে বেরিয়ে আসুন।
৮. কম্পিউটার restart করলেই বুঝতে পারবেন রেজাল্ট।
এ তো গেল কম্পিউটারের গতি বাড়ানোর কৌশল। এবার দেখে নেব ব্রাউজিং-এর গতি কীভাবে বাড়ানো যায়।
কৌশল :
প্রথমে স্টাট বাটনে ক্নিক করে রানে যান এবং টাইপ করুন regedit তারপরে ok তে ক্লিক করুন রেজিস্টি এডিটর চালু হবে তারপরে খুজুন HKEY_LOCAL_MACHINE/Software/Microsoft/Windows /Current version /explorer /remote computer /namespace key -তে
এবার দেখুন এই  Namespace Key -এর মধ্যে দুটি ভ্যালু আছে
প্রথমটি "{2227A280-3AEA-1069-A2DE-08002B30309D}"যা remote computer এর সাথে প্রিন্টার শেয়ারিং-এর জন্য ব্যবহার করা হয়
দ্বিতীয়টি "{D6277990-4C6A-11cf-8D8700AA0060F5BF}"এই কী বলে যে শিডিউল রিমোট টাস্ক দ্বিতীয় ভ্যালুটি ডিলিট করে দিন।
বেড়ে যাবে ইন্টারনেটের ব্রাউজিং স্পিড আপনার যদি প্রিন্টার শেয়ারিং করার প্রয়োজন না হয় তাহলে প্রথম ভ্যালুটি ডিলেট করে দিন তাহলে আরও স্পিড বাড়বে আর ভ্যালু দুটি ডিলিট করার আগে export করে নিন যখন প্রয়োজন হবে তখন আবার import করে নেবেন রেজিস্ট্রিতে  কার্যক্রমটি একবার একনজরে দেখে নিই :
HKEY_LOCAL_MACHINE>Software>Microsoft>Windows>CurrentVersion>Explorer>remote computer>NameSpace>delete the seconed value.
কৌশল :
সাধারণত কম্পিউটার ব্যবহারকারীরা সবচেয়ে বেশি যথাক্রমে Mozilla Firefox, Opera, Internet Explorer 8 ব্রাউজারগুলি ব্যবহার করে থাকে। আসুন, ব্রাউজারগুলি একটু ঠিকঠাক করে নিই।
Opera Browser : Opera ব্রউজারের View > Images > Cached Images সিলেক্ট করে আপনার কম্পিউটারের ব্রাউজারের ক্যাশ ছবিগুলি জমা রাখতে পারেন
Mozilla Firefox : এখান থেকে মজিলার অ্যাড অনটি ডাউনলোড করে নিন এবং সেট আপ করুন ছোটো একটি আইকন দেখতে পাবেন status বারে এবং ডানবাটন চাপলে - don't load images; - load cached images only;
- load images for the originating Web site only;
- load all images.
Internet Explorer (IE 8): Internet Explorer -এর Tools > Pop-up Blocker > Turn on Pop-up Blocker - ক্লিক করুন High সিলেক্ট করুন আবার Tools > Internet Options > Privacy > Pop-up Blocker > Settings > Set it to Hig
এভাবে ব্রাউজার সেট করলে ধীরগতির ইন্টারনেট কানেকশনের কম্পিউটারে সুবিধা পাবেন
কেমন লাগল পোস্টটি অবশ্যই তা মন্তব্য দিয়ে জানাবেন। উৎসাহিত হব। আজ এই পর্যন্ত। পরে আবার দেখা হবে।
কৌশল :
ফায়ারফক্সকে স্পিডি করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহার করলে ভালো কাজ দেয় মোজিলা ফায়ারফক্স প্রায় সব ব্যবহারকারীদের কাছে  সেরা ব্রাউজার যা সর্বাধিক অ্যাড অন সমৃদ্ধ এবং স্পিডি ফায়ারফক্সে নিত্যনতুন এড-অন আর বিভিন্ন টুলবার ইত্যাদি যোগ করার কারণে ধীরে ধীরে ফায়ারফক্স স্লো হতে থাকে অ্যাড অনের সুবিধা তো নিতেই হবে। তাই বলে স্লো মেনে নেওয়া যায় ! আর মানবই-বা কেন ? আসুন দেখে নিই, কী সমস্যা এবং কী তার সমাধান।
সমস্যা:()কম্পিউটার চালু করার পর ফায়ারফক্স ওপেন হতে অনেক সময় নেয়()স্বাভাবিক স্পিড থেকে অনেক কম স্পিড পাওয়া()মাঝে মাঝে হঠা করেই ব্রাউজার হ্যাং করা() কোনো ওয়েবসাইট লোডিং হতে স্বাভাবিক থেকে বেশি সময় নেয়া এবং আরও নানা সমস্যা হয়
সমাধান:এইসব সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্যই তৈরি হয়েছে স্পিডিফক্সনামের এক  ফ্রিওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে এক ক্লিকেই আপনি আপনার ফায়ারফক্সের স্পিড বাড়িয়ে নিন এর মাধ্যমে অপ্টিমাইজ করার পর আপনার মনে হবে যেন আপনি সদ্য ফায়ারফক্স ইন্সটল করেছেন
স্পিডিফক্সে সুবিধা : (১) এটার জন্য আপনাকে কোনো মূল্য দিতে হয় না, (২) এর জন্য কোনো ক্র্যাক বা কিজেনও খুঁজতে হবে না () এটি ১০০% নিরাপদ এবং স্পাইওয়্যার ফ্রি() সাইজে খুব ছোটো () ইন্সটল করার কোনো ঝামেলা নেই, ইন্সটল ছাড়াই ব্যবহার করতে পারবেন () এটি আপনার ব্রাউজার হিস্টোরি এবং কুকিজের কোনোটিই না-মুছে ফায়ারফক্সের স্পিড বাড়াবে
ব্যবহার বিধিঃ (১) এটা ব্যবহারের জন্য বিশেষ কিছু করতে হবে না আপনাকে প্রথমে আমার দেয়া ফাইলটি ডাউনলোড করতে হবে (২) তারপর ফাইলটিতে আপনার কাঙ্খিত ফাইলটিতে ডাবল ক্লিক করে ওপেন করুন () এবার ফায়ারফক্স উইন্ডো বন্ধ করে Speed Up Firefox! বাটনে ক্লিক করুন
(৪) আপনার কাজ শেষ

কোন মন্তব্য নেই: