সংক্রান্তির এই ভোরে
নদীর পাড়ে ওরে
আগুন জ্বেলে রাখি ।
তারপরে দিই ঝাঁপ
ঠান্ডা সেকি বাপ
নিয়ম অনেক বাকি ।।
সরা পোড়া পিঠে
খেঁজুর গুঁড়ে মিঠে
কলাপাতায় রাখি ।
মকরদেবী খাও
আমার প্রণাম নাও
বলে পাতায় ঢাকি ।।
দেহ সেঁকি তাপে
বিশ্ব-ভূবন কাঁপে
দাঁত-কপাটি ঠক্ ।
সূর্যিমামা উঠে
চলছি বাড়ি ছুটে
বুক করে ধকপক্ ।।
গরম জামা গায়
এ ওর বাড়ি ধায়
খুলে মুখের খাপটা ।
চলছি আমি হেঁটে
পাশের বাড়ির গেটে
খাব পাটি-সাপ্টা ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন