মঙ্গলবার, জুলাই ২৩, ২০১৩

দর্শক --- লিখেছেন সঞ্চয় পাল

 মনের উঠোনে ন্যাতা দিই আজও
 আঁকি বসে আলপনা ।
 পায়ে পায়ে এসে শালিখমশাই
 খোঁচাখুঁচি করে ভুল শোধরায়

 পুচ্ছ দুলিয়ে বিজ্ঞ দোয়েল
 তীক্ষ্ন নজরে দেখে ।
 কিশোরী চড়ুই হঠাৎ সুড়ুৎ
 দু'চারটে চুমু আবার ফুড়ুৎ
 লোকলজ্জার ভয়ে ।
 তারপরে আসে ফাতরা ছাতার
 সাথে নিয়ে তার আদুরে ভাতার
 ক্যাঁচমেঁচে কথা নিয়ে ।
 ভন্ড গোঁসাই বিড়ালমশাই
 সন্ধ্যার আগে আসে ।
 ম্যাঁও-মন্ত্র আর শোধন জলে
 মন-আলপনা ভাসে ।
 প্রেয়সী জ্যোৎস্না এসে সবশেষে
 মান-অভিমানে হেসে ভালবেসে
 চেয়ে থাকে অনিমিখ ।

কোন মন্তব্য নেই: