সোমবার, জুলাই ২২, ২০১৩

রূপকথার মেয়ের গল্প --- লিখেছেন বুলবুলির রুপকথা



নদীর ধারে একটি গাছের তলায় বসে
মেয়েটি একটি গোলাপের পাপড়ি ছিঁড়ে
ছিঁড়ে খেলছে, "লাভ মি অর লাভ মি নট |"

পরনে একটি সবুজ কালো কুঁচি দেওয়া
স্কার্ট আর ফুল আঁকা গোলাপী জামা |
পা দুটি ঘাসের উপর লুটিয়ে পড়েছে |


বিকেলের আকাশে রামধনুর সব কটি রং
তার চোখের পাতায় ঝিলিক দিয়ে ওঠে |
আনত মুখে লেগে আছে এক চিলতে হাসি |

গলায় দোলানো মুক্তোর মালাটি পড়ন্ত
রোদের আলোয় উজ্জ্বল তারার মত
মিটমিট করে চারিদিকে আলো ছড়ায় |

গালের রক্তিম আভা কুসুম রঙা ডুবন্ত
সুর্য্যের মত চারিপাশে এক মোহময়ী
পরিবেশের জাদু সৃষ্টি করেছে যেন |

চাঁপাকলির মত আঙুলগুলো পিয়ানোয়
সুর তোলার মতো দ্রুত পাতাগুলি একে
একে ডাল থেকে খুলে খুলে নিচ্ছিল |

সুডৌল নাকে বিন্দু বিন্দু ঘাম চিকচিক
করে যেন পদ্মপাতায় জমা ফোঁটা ফোঁটা
সদ্য ঝরা ভোরের শিশিরের কনা |

দুই গালের উপর গুচ্ছ গুচ্ছ চুলের রাশি
কালো মেঘের মত চাঁদ মুখটিকে কেমন
যেন পরম আদরে জড়িয়ে আছে |

ওগো মেয়ে ঘরে যাও না, দেখো
সিঁদুর মাখা দুষ্টু মেঘগুলো তোমায়
কেমন করে তখন থেকে দেখে যাচ্ছে !

নজর না লেগে যায় ওই নরম শরীরে |
পাতা ছিঁড়ে ছিঁড়ে কি পেলে গো, ও মেয়ে ?
মেয়ে খিলখিলিয়ে হেসে বলল, কি আবার ?

কেন বলব তোমায় আমার গোপন কথা ?
বলো না তবে বয়েই গেল জানতে আমার
মন ভোলানো সোনা সোনামেয়ের রুপকথা ||

কোন মন্তব্য নেই: