বুধবার, জুলাই ১৭, ২০১৩

সাঁঝমাঠ – লিখেছেন বেবি সাউ



তখনি ফুরালো আমাদের সাঁঝমাঠ ,
নিঝুম পাড়ে একাকী বিষাদবালক

আঁধার এলো দিশাহীন , দিশাহীন
ছুটি পেল সাবালক রোদ ,
নিঃশব্দ কাল আর নোনা বাষ্প-বাহক
ফুটপাত ঘেসে আনজান পহেচান
তখনি বৃষ্টি নামলো ধুঁয়াধার
ভিজে গেল আমাদের দু-ফালি সাধের উঠান

এ তো বিরহের গান নয় হে , নীরব !
না উথাল উথাল তুমুলের ঝড় ,
এটুকু আজ একান্তই আমারই থাক ,
এর নাম হোক শূন্যতারই
সাঁঝমাঠ

কোন মন্তব্য নেই: