সোমবার, জুন ২৪, ২০১৩

ভালোমানুষ নই রে মোরা ভালোমানুষ নই -- রবীন্দ্রসঙ্গীতটির সংগ্রাহক গানপাগল



ভালোমানুষ নই রে মোরা ভালোমানুষ নই--

গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে ওই॥

দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে--

পুঁথির কথা কই নে মোরা, উল্‌টো কথা কই॥

জন্ম মোদের ত্র্যহস্পর্শে, সকল-অনাসৃষ্টি।

ছুটি নিলেন বৃহস্পতি, রইল শনির দৃষ্টি।

অযাত্রাতে নৌকো ভাসা, রাখি নে, ভাই, ফলের আশা--

আমাদের আর নাই যে গতি ভেসেই চলা বই॥


রাগ: খাম্বাজ-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1321
রচনাকাল (খৃষ্টাব্দ): 1915
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

কোন মন্তব্য নেই: