সোমবার, জুন ২৪, ২০১৩

মানুষখেকো এই সেই পাহাড়ি পথ -- সংগ্রাহক ভিউফাইন্ডারখোর

উত্তরাখণ্ডের শ্রীনগর এলাকায় আকাশপথে তোলা এই সেই বিধ্বস্ত পথ। এখান থেকেই প্রাণ খুইয়েছেন ৫০০০ মানুষ। আহত হয়েছেন ৩৯২ জন। এখনও আটকে আছেন ১৯,০০০ জন। 

                                         ফোটোগ্রাফটি সংগ্রহ করা হয়েছে দৈনিক 'এই সময়' থেকে

কোন মন্তব্য নেই: