লক্ষী যদি নারায়নের হয়ে থাকে
বেহুলা যদি হয়ে থাকে লক্ষিন্দর-এর !
পার্বতী যদি শিবের হয়ে থাকে
সারদা মা যদি হয়ে থাকে শ্রী রামকৃষ্ণের !!
বনলতা সেন অমর
জীবনানন্দের কলমে !!!
নীরা চিরসবুজ
সুনীলের মননে !
তবে আমিও বলি-
কথা দিচ্ছি
তোকেও আমি হারিয়ে
যেতে দেবোনা !!
আমার সৃষ্টির সাক্ষ্য
যে তুই
অনামিকা !!!
তুই অমর
তোমার রহস্য উন্মোচনের অধিকার
সে যে কেবলই আমার !!!!!
-গৌরব
-০৫.০৪.২০১৪

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন