ধরো,
জীবনটা মাইলস্টোন
এবার পথ চলা শুরু করো !
দেখবে ,
পথিমধ্যে অজস্র শৃঙ্খল
সৌজন্যে -সময় !
আবার,
একসময়
সব মুছে যাবে !
বরং বলি,
সময়ের স্রোতে প্লাবিত হবে
যেদিন
তুমি ও
অন্তিম শ্বাস
মুখোমুখি হবে !
তারপর,
তার আর পর নেই
আছে শুধু -
কিছুটা ছাই
এক রাশ নীরবতা-
অনেকটা পেরিয়ে আসা
পথ -
একটা জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন