সোমবার, এপ্রিল ১৪, ২০১৪

~হে পাষাণী~



এ অবসর
বড় একান্ত !
এ একাকিত্ব
বড্ড নির্জন !
মরীচিকাময় জীবন
যেন বালুচর !
তুমি খেয়া
তুমিই পারানি !
পার করো
হে পাষাণী !-১১.০৪.২০১৪

কোন মন্তব্য নেই: