|
১. ভ্যাটিকান : বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান।
এটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। আয়তন ০.৪ বর্গ কিলোমিটার। এই দেশে
বাস করে ৮৩০ জন মানুষ। ভাষা : লাতিন ও
ইতালীয়। ধর্ম : খ্রিস্টান
(ক্যাথলিক)। মুদ্রা : ইউরো, সেন্ট। দেশটি ইতালির রোম
শহরে ভ্যাটিকান পাহাড়ের উপর টাইবার নদীর দক্ষিণ তীরে অবস্থিত। ১৯২৯ থেকে
দেশটি স্বাধীন রাষ্ট্র। বিশ্বের বৃহত্তম খ্রিস্টান চার্চ – রোমান ক্যাথলিক
চার্চের ধর্মীয় ও প্রশাসনিক কেন্দ্র ভ্যাটিকান সিটি। এই দেশটি আপাদমস্তক ইতালির
রোম শহরের মধ্যে থাকলেও ইতালিবাসীর কাছে এটি বিদেশ।
২. মোনাকো : বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হচ্ছে প্রিন্সিপালিটি অব মোনাকো। রাজধানী : মোনাকো। দেশটির আয়তন ১.৯৫ বর্গকিলোমিটার। ভাষা : ফরাসি,
মোনেগাস্ক ও ইতালীয়। ধর্ম : খ্রিস্টান। মুদ্রা : ফরাসি ফ্রাঁ। ২০০৭ খ্রিস্টাব্দের হিসেব অনুযায়ী দেশটিতে ৩৫,৬৭১ জন
মানুষ বাস করে। ফ্রান্সের দক্ষিণ-পূর্বে,
ভূমধ্যসাগর উপকূলের সার্বভৌম রাষ্ট্র গড়ে উঠেছে চারটি শহর মোনাকো ভিলে, লা
কন্ডামাইন, কঁভিলে ও মন্টে কার্লো নিয়ে। ইউরোপের ইতিহাসে সবচেয়ে বেশিদিন রাজা
থাকার কৃতিত্বের অধিকারী প্রিন্স রেইনিয়ারের মৃত্যু হয় ২০০৫ খ্রিস্টাব্দের ৬
এপ্রিল।
৩. নাউরু : প্রজাতন্ত্রী
নাউরু দেশটি পৃথিবীর তৃতীয়
ক্ষুদ্রতম দেশ। রাজধানী : ইয়ারেন। আয়তন : ২১.৩ বর্গকিলোমিটার। ভাষা : ইংরেজি,
নাউরু। ধর্ম : খ্রিস্টান। মুদ্রা :
অস্ট্রেলীয় ডলার। ২০০৭ খ্রিস্টাব্দের হিসাবে দেশটিতে ১৩,৫২৮ জন মানুষ বাস করে। মধ্য প্রশান্ত মহাসাগরে নিরক্ষরেখার ৪১ কিলোমিটার দক্ষিণে
২০ কিলোমিটার দীর্ঘ ডিম্বাকৃতি দ্বীপ নাউরু। ১৯৬৮ খ্রিস্টাব্দের ৩১ জানুয়ারি
দেশটি স্বাধীন হয়।
৪. টুভালু : টুভালুর রাজধানী
ফুনাফুটি। আয়তন : ২৬ বর্গকিলোমিটার।
এটি বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম দেশ। জনসংখ্যা : ১০,৪৪১ জন। ভাষা : ইংরেজি ও টুভালু। ধর্ম : খ্রিস্টান। মুদ্রা অস্ট্রেলীয় ডলার। অতীতে এলিস দ্বীপপুঞ্জ নামে পরিচিত
টুভালু প্রশান্ত মহাসাগরের অবস্থিত। নয়টি ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত এই স্বাধীন রাষ্ট্রটি।
৫. সান মারিনো : রিপাবলিক দি সান মারিনোর
রাজধানী সান মারিনো। আয়তন ৬১ বর্গকিলোমিটার। এটি
পৃথিবীর পঞ্চম ক্ষুদ্রতম দেশ। জনসংখ্যা : ২৯,৬১৫ জন(২০০৭)। ভাষা : ইতালীয়। ধর্ম :
খ্রিস্টান। মুদ্রা : ইতালীয় লিরা। মধ্য ইতালির স্থলবেষ্টিত
দেশ সান মারিনো অ্যাড্রিয়াটিক থেকে ২০ কিলোমিটার দূরত্বে । দেশটি ৩০১
খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এটি পৃথিবীর প্রাচীনতম প্রজাতন্ত্র। বিশেষ কোনো
নদনদী নেই।
|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন